নিজস্ব প্রতিবেদক
অদম্য সাহস ও প্রেরণার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের ছাত্রলীগ কর্মী আরাফাত রহমান পরশ। কারাগারে বন্দী অবস্থায় থেকেই তিনি অংশ নিয়েছিলেন এবারের এইচএসসি পরীক্ষায় এবং ফলাফলে হয়েছেন কৃতকার্য।
আরাফাত রহমান পরশকে জুলাই মাসের মিথ্যা হত্যা মামলায় গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে রেখেছিলো দখলদার ইউনুস সরকার। প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ না পেলেও, অদম্য মনোবল ও বিশ্বাসের জোরে কারাগারের দেয়াল পেরিয়ে সে দেখিয়েছে অবিশ্বাস্য সাফল্য।
দেশজুড়ে যখন হাজার হাজার শিক্ষার্থী অকৃতকার্যের খবর নিয়ে হতাশ, তখন ব্যতিক্রম হয়ে আলো ছড়াচ্ছে পরশের গল্প। তার এই সাফল্য প্রমাণ করে ।ইচ্ছাশক্তি ও আদর্শের কাছে কোনো শৃঙ্খল টিকতে পারে না।
ছাত্র রাজনীতিতে সক্রিয় এই তরুণকে নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকেই বলছেন, পরশের এই জয় “কারাগারের অন্ধকারে ফুটে ওঠা এক আলোর ফুল” জাহান্নামের আগুনে বসেও পুষ্পের মতো হাসছে আমাদের হার না মানা তারুণ্য।
বিশ্লেষকদের মতে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এবং আদর্শিক তরুণ প্রজন্মকে ভয় দেখাতে এভাবেই রাষ্ট্রীয় নিপীড়ন চালিয়ে যাচ্ছে বর্তমান দখলদার প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার পর এখন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও একই নিপীড়নের শিকার হচ্ছেন বলে তারা দাবি করেছেন।
তবুও আশার আলো দেখাচ্ছেন আরাফাত রহমান পরশ, যিনি এখন অদম্য তারুণ্যের প্রতীক, দ্যা আনবিটেন জেন'জি।পরশের স্বপ্ন হোক আকাশের মতো উন্মুক্ত, আর তার সাফল্য হোক প্রতিটি সংগ্রামী তরুণের অনুপ্রেরণা।